নিজস্ব সংবাদদাতা : পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা পরিষদের সহযোগিতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে রবিবার (২৬’ মার্চ-২০২৩ খ্রি.) বিকেল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাইফুল আলম বাবলু, বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আতিয়অর রহমান সাচ্চু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী পদে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার আকবর আলী মুন্সী এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে বরণ করেন। শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী ও উন্নত খাবার পরিবশেন করা হয়।