মহামান্য রাষ্ট্রপতি কে পাবনায় সংবর্ধনা উপলক্ষ্যে নাগরিক কমিটি গঠন ; আহবায়ক অঞ্জন চৌধুরী পিন্টু

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনার কৃতি সন্তান মহামান্য রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন কে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ পাবনায় ১৬ মে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

বুধবার (৩ মে-২০২৩ খ্রি.) সন্ধ্যায় পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীতে মহামান্য রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন কে নাগরিক সংবর্ধনা দেওয়া উপলক্ষ্যে একটি নাগরিক কমিটি গঠিত হয়।
সভায় মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এডকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুকে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক করা হয়। যুগ্ন-আহবায়ক হয়েছেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবি ইসলাম এবং সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করবেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট সামসুল হক টুকু এমপি, মো. মকবুল হোসেন এমপি, বীর মুক্তিযোদ্ধা নুুরুজ্জামান বিশ^াস এমপি, আহম্মেদ ফিরোজ কবির এমপি, নাদিরা ইয়াসমীন জলি এমপি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, বিশিষ্ট সমাজ সেবক মোসতাক আহমেদ সুইট, পৌর মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপদেষ্টা হিসেবে কমিটিতে থাকবেন।

সভা সুত্রে জানা গেছে ১৬ই মে সকাল ১০টায় মহামন্য রাষ্ট্রপতির স্মৃতি বিজড়িত সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে ২৫০০ জনের মত অতিথি যোগদান করবেন।

বক্তারা বলেন রাষ্ট্রপতি দেশের সম্পদ। শৃঙ্খলার সাথে আড়ম্বড়তায় রাষ্ট্রপতির সংবর্ধনা দেওয়া হবে স্মরণ কালের সেরা। এই সংবর্ধনা সারা বিশে^ প্রশংসিত হবে। শৃংখলার সাথে নির্দলীয় ভাবে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে সংবর্ধনা দেওয়া হবে বাংলাদেশের এই কৃতি সন্তানকে।

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, মাছরাঙ্গা টেলিভিমনের ব্যবস্থাপনা পরিচালক এডকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, সমাজ সেবক মোসতাক আহমেদ সুইট, প্রফেসর কামরুজ্জামান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর হুমায়ুন কবীর মজুমদার, জিপি হোসেন শহীদ সরোর্য়াদি, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল লতিফ বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা চেম্বার্স অব কর্মাসের সভাপতি সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, ফোরকান রেজা বিশ্বাস বাদশা, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন আহমেদ মান্না, কামিল হোসেন, সোহেল হাসান শাহিন, লিয়াকত আলী তালুকদার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুল আলিম, সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুজ্জামান, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভির ইসলাম, ভাঙ্গুরা উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ, এডভোকেট তসলিম হাসান সুমন, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, ডাক্তার রেজাউল করিম রেজ, বেড়া পৌর মেয়র আফিস শামস রঞ্জন, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, যুবমহিলা লীগের সভাপতি এ্যাড, আরেফা খানম শেফালী সহ পাবনা বিশিষ্ট ব্যাক্তিবর্গ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *