নুসরাত জাহান কেয়া : যথাযথ মর্যাদায় পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
বুধবার (১৪ ডিসেম্বর ২০২২ খ্রি.) বেলা ১১ টায় পাবনা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী ও সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান।
বক্তাগণ বলেন এক সময় বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাবৃন্দ বয়সের ভারে থাকবেন না। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মাঝে বুদ্ধিজীবীদের সম্পর্কে জ্ঞানদান করতে হবে।
অনুষ্ঠানের শুরুতেই বুদ্ধিজীবীদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।শহীদ বুদ্ধিজীবী দিবসে মুল প্রতিপাদ্য উপস্থান করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. আব্দুল আলিম।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী, ডিডি এলজি সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বক আফরোজা আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিমুল আকতার সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, পাউবো পাবনার সহকারি পরিচালক মোশারফ হোসেন, বিআরটিএ সহকারি পরিচালক আব্দুল হালিম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিআরডিবি’র পাবনা চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা’র সভাপতি এস এম মাহবুব আলম, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার যুগ্ম-সম্পাদক শফিক আল কামাল, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সুধীজন ও শিক্ষার্থীরা।