রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার মহিবুল ইসলাম খান

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : পুলিশ হেডকোয়ার্টার্স প্রবর্তিত অভিন্ন মানদন্ডের ভিত্তিতে ২০২১ খ্রি. অক্টোবর মাসে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করায় রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপারের গৌরব অর্জন করেছেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ঘোষিত পুলিশের পাঁচটি মূলনীতির অনুসরণ করে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার দেওয়া হয়। এর আগেও তিনি রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জে’র ডিআইজি আবদুল বাতেন, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, মাদকের বিরুদ্ধে জিরো টরালেন্স এর মৌলিক আর্দশে অনুপ্রাণিত হয়ে পাবনা জেলা পুলিশের সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্যসহ গ্রেফতার, জেলা পুলিশের গ্রেফতারী পরোয়ানা হ্রাস, হত্যা মামলার রহস্য উদঘাটন, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মামলার তদন্ত দ্রæত নিষ্পত্তি ও জিডি’র যথাযথ ব্যবস্থা গ্রহণ করে অনেক প্রসংসীত হয়েছেন। এছাড়াও জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ, বিট পুলিশিং এর কার্যকরী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবাধ তথ্য প্রবাহের কারণে বন্য পাখি নিধন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহনসহ সামাজিক সচেতনতার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পাবনা জেলা পুলিশ। বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জে’র ডিআইজি আবদুল বাতেন, বিপিএম, পিপিএম মঙ্গলবার (০৯’নভেম্বর) রাজশাহী রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পাবনা জেলা পুলিশের কৃতিত্বপূর্ণ বিভিন্ন কাজের সামগ্রিক মূল্যায়নে সাফল্যর জন্য জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পুরস্কৃত করেন।

এছাড়াও শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান সরকার, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, শ্রেষ্ঠ তদন্ত অফিসার পাবনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রওশন ইয়াজদানি এবং শ্রেষ্ঠ এস আই পাবনার দুবলিয়া স্থায়ী পুলিশ ক্যাম্পের মো. শফিউল আলম।

পাবনা জেলা পুলিশের এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *