রাষ্ট্রপতির সাজেক সফর; ৫ দিন রিসোর্ট কটেজ ও বেসামরিক যানচলাচল বন্ধ

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্রে সফর করবেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় রাঙামাটি জেলা প্রসাশনের আয়োজনে সাজেক” খাস রাং” রিসোর্টে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাংগামাটি জেলা প্রসাশক মিজানুর রহমান, ৬ ইষ্ট বেংগল বাঘাইহাট জোন কমান্ডার মুনতাসির রহমান চৌধুরী পিএসসি, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, রাংগামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংকুয়াসহ আনসার, ভিডিপি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সরকারী-বেসরকারী কর্মকর্তা ও স্থানীয় রির্সোট, কটেজ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রাষ্টপতির সফর উপলক্ষে আগামী ১০ মে ২০২২ খ্রি. থেকে ১৪ মে পর্যন্ত ৫ দিন যাবৎ সকল রিসোর্ট, কটেজ এবং সব ধরনের বেসামরিক যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সেই সাথে নিশ্ছদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতির আগমনের প্রস্তুতি নিয়ে গেল মঙ্গলবার দুপুরে সাজেকে জেলা প্রসাশনের এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *