রোটার‍্যাক্ট ক্লাব অব ইছামতি পাবনার প্রথম সভা অনুষ্ঠিত -

রোটার‍্যাক্ট ক্লাব অব ইছামতি পাবনার প্রথম সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

সংবাদদাতা : বাংলাদেশ’র অন্তর্ভুক্ত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সংগঠন (রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১) রোটার‍্যাক্ট ক্লাব অব ইছামতি পাবনার ২০২৩-২০২৪ রোটাবর্ষের ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক সুষ্ঠ এবং মনোরম পরিবেশে সভা অনুষ্ঠিত হয়।

রোটার‍্যাক্ট ক্লাব অব ইছামতি পাবনার সভাপতি মোঃ কবির হোসেন প্রিয় সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুসরাত জাহান স্বর্ণার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ক্লাবের পি এস সি সি হিসেবে দায়িত্ব পালনকারী রোটারিয়ান আলমগীর হোসেন। ক্লাব সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন অন্তর হোসেন, শোয়াইব আহমেদ, তৌসিফ ইসলাম, মো: মারুফ সরদার, মো:মনিরুল ইসলাম, সাদা আহমেদ, সারিদ জামান অলিদ, মিজানুর রহমান, আব্দুস সবুর খান, শরিফুল ইসলাম, কাওসার সরদার ও রাব্বি জিম।

তাছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি রোটারিয়ান এস এম আলাউদ্দিন পরাগ রোটারি ক্লাব অফ পাবনা, সহকারি গভর্ণর রোটারিয়ান এ এইচ এম রেজাউন জুয়েল, সহ-সভাপতি রোটারিয়ান আসাদুজ্জামান খোকন, সহ-সভাপতি রোটারিয়ান মান্নান ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি মো: শফিকুর রহমান শান্ত, আইসিসি রোটারিয়ান প্রীতিশ কুমার কুন্ডু, সদস্য রোটারিয়ান জিয়াউর রহমান জিও রোটারি ক্লাব অফ পাবনা, এক্স রোটার‍্যাক্ট মনিরুল ইসলাম, রোটার‍্যাক্ট ক্লাব অব রূপকথা পাবনার প্রেসিডেন্ট রোটার‍্যাক্ট মো: মনিরুজ্জামান মানিক, রোটার‍্যাক্ট জাকারিয়া হক, বেঙ্গল লাইফ ইন্সুরেন্স লিমিটেড পাবনা ব্রাঞ্চ পরিচালক মো: বকুল হোসেন, শুভ সংঘ পাবনা জেলা শাখা সহ-সভাপতি বাবলা ওয়াজেদ, গণ শিল্পী সংস্থা পাবনার মো: আনিসুর রহমান, নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখা সম্পাদক কে এম মোখলেসুর রহমান রাসেল, জান্নাতুল মাওয়া ঐশী, মিসেস ইসরাত টিনা, ইউটিউবার মো: মিরাজ আফ্রিদি সহ আরও অনেকে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *