শহর প্রতিনিধি ॥ পাবনা র্যাবের অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চরসাদিপুর এলাকা থেকে ৭৪ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর দারোগার মোড় এলাকার মো. কুম প্রামানিকের ছেলে মো. ইরাক প্রামানিক (২২) ও ভেড়ামাড়া থানার মুন্সিপাড়া ষোলদাগ এলাকার মৃত- মাছেম মন্ডলের ছেলে মো. মাহবুবুল মন্ডল (৩৩)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার কিশোর রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৪’ জুলাই) ২০২২ খ্রি. বিকেল সোয়া ৫টার দিকে র্যাবের একটি বিশেষ দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চরসাদিপুর এলাকায় আধুনিক শিশু একাডেমী কিন্ডার গার্টেন স্কুল মাঠে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৭৪ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এবং পলাতক আসামী একই থানার চরসাদিপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে রিন্টু মিয়া (৩২) দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে র্যাবের অভিযান অব্যহত থাকবে।