শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক আলোচনা সভা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা স্কুলের হল রুমে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সহকারী কমিশনার লুৎফুন নাহার শারমীন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, মোটর যান পরিদর্শক তারিক হাসান, মাদক দ্রব্য নিয়ন্ত্রকের এডি মো. রাকিবুজ্জামান, প্রোগ্রামার সজীব সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, জেলা স্কুলের প্রধান শিক্ষক হুজ্জাতুল্লাহ প্রমূখ।

বক্তাগণ বলেন দেশের উন্নয়নে, শিক্ষা প্রসারে, জ্ঞান অর্জনে, কর্মক্ষেত্রে, বিজ্ঞান চর্চায় সবক্ষেত্রে ইন্টারনেট সম্পৃক্ত। ইন্টানেটের উপকারিতার পাশাপাশি ব্যাপক অপকারিতাও রয়েছে। ইন্টারনেটের খারাপ সাইটে অনেক শিক্ষার্থী আসক্ত হয়ে পরছে যেটা উদ্বেগের বিষয়। অনেকে মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পরছে। নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতে অভিভাবকসহ সকলকেই সচেতন থাকতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে জানতে হবে মানতে হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *