শিল্পকলায় অযৌক্তিক ভাড়া নির্ধারণের প্রতিবাদে মতবিনিময় সভা

শেয়ার করুন

মুক্তচেতনা ডেস্ক রিপোর্ট : পাবনায় শিল্পকলা একাডেমী’র মিলনায়তনে অযৌক্তিক ভাড়া নির্ধারণের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার উদ্যোগে রবিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় শহরের ইভিনিং টাচ চাইনিজ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সভায় পাবনা জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি, বীর মুক্তিযোদ্ধা ও কবি সাহিত্যিকগণ অংশ গ্রহণ করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার মুন্নুর সঞ্চালনায় মতবিনিময় বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাবেক সভাপতি ও পাবনা থিয়েটার ৭৭ সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক যুগ্ম সম্পাদক ও উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও আবৃত্তিকার আলমগীর কবীর হৃদয়, মানবাধিকার নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, সাবেক সভাপতি বিপ্লব ভট্টাচার্য, সূচিত্রা সেন স্মৃতি পরিষদের সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, গণশিল্পী সংস্থা পাবনার সহ-সভাপতি অ্যাড. মোসফেকা জাহান কনিকা, বাংলাদেশ আওয়ামী শিল্পী গোষ্ঠী পাবনার সভাপতি প্রলয় চাকী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি ডা. আব্দুস সালাম, বাংলাদেশ লেখক শিবির পাবনা জেলা শাখার মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবি আবুল কালাম আজাদ বাবু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, দৈনিক জনকণ্ঠের পাবনা প্রতিনিধি কৃষ্ণ ভৌমিক, কবি ডাঃ সরোয়ার জাহান ফয়েজ, বাংলাদেশ কবিতা সংসদ পাবনার সভাপতি মানিক মজুমদার, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি কবি ও গীতিকার এনামুল হক টগর, শহীদ বুদ্ধিজীবি ডা. ফজলে রাব্বী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালফী আল ফাত্তাহ, গণমঞ্চের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইফুর রশীদ খান ঝিন্টু, কবি ছড়াকার ও চলচ্চিত্র নির্মাতা দেওয়ান বাদল, চাটমোহর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কবি ফিরোজা পারভীন, মুক্তদৃষ্টি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ সভাপতি কবি ও সাংবাদিক শফিক আল কামাল, কবি খান আনোয়ার হোসেন, তাল-লয় সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাতা সাজ্জাদুর রহমান সজল, মহীয়সী সাহিত্য ও পাঠচক্র সভাপতি কবি ও প্রকাশক রেহানা সুলতানা শিল্পী, সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক সুমন আলী, উত্তরণ পাবনার সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক মাসুদ হাসান রনি, রুদ্র বিশ্বাস,সাহিত্য সম্পাদক সুমনা জোয়ার্দার, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো পাবনা জেলা শাখার উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি অশ্রু সাগর আনোয়ার, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক কবি মমতাজ রোজ কলি, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ সদস্য কণ্ঠশিল্পী রজনী আক্তার, কবি ও প্রভাষক সালেক শিবলু, কবি ও ছড়াকার ও সাংবাদিক আলাউদ্দীন হোসেন, কবি সাবিনা ইয়াসমিন, কবি ও আবৃত্তিকার অন্জ্ঞলী ভৌমিক প্রমূখ।

সভায় বক্তারা বলেন, গত ৩০ চৈত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষের উপহার হিসেবে সাংস্কৃতিক কর্মীদের সাংস্কৃতিক চর্চার প্রচার ও প্রসারে পাবনার যে শিল্পকলা একাডেমি উদ্বোধন করেন, সেই শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম এখন পাবনার শিল্প সংস্কৃতি সাহিত্য চর্চার প্রধান অন্তরায় হিসাবে দাঁড়িয়েছে। শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম’র অযৌক্তিক ভাড়া নির্ধারণের প্রতিবাদে এই মতবিনিময় সভা। যে ভাড়া এখানকার কর্তৃপক্ষ নির্ধারণ করেছে, তার বাস্তবতা আছে কিনা সেটা ভেবে দেখা দরকার। সাংস্কৃতিক সংগঠনসমূহ এই ভাড়া দিয়ে মিলনায়তন কে ব্যবহার করার সামর্থ্য আছে কিনা সেটাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভেবে দেখতে হবে। যেখানে সাংস্কৃতিক সংগঠনগুলো আর্থিক দৈন্যতা নিয়ে পথ চলছে সেখানে এতো টাকা দিয়ে মিলনায়তন ভাড়া করে অনুষ্ঠান করার মতো অবস্থা আছে কি? সেটাও ভাবতে হবে সকলকে। যাদের জন্য সরকার এই মিলনায়তন তৈরি করেছেন, তারা যদি এটি ব্যবহার না করতে পারে, সেক্ষেত্রে সরকারের এই সাংস্কৃতিক চর্চার উন্নয়ন উদ্যোগ কোনো সুফল বয়ে আসবে না। মুখ থুবড়ে পড়বে, আর সাংস্কৃতিক চর্চা মুখ থুবড়ে পড়লে মৌলবাদ জঙ্গিবাদ উগ্রবাদিতা মাথাচাড়া দিয়ে উঠবে। শিল্পকলা হবে শিল্পীদের স্বাধীনতার জায়গা। বক্তারা আরও বলেন অঞ্চলের জেলায় শিল্পকলা একাডেমিতে, কালচারাল অফিসার স্থানীয় জেলা শহরে চাকরি করছেন তারা সকল শিল্পীদের কতোটুকু স্বার্থ রক্ষা করছেন সেটাও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানতে হবে। অনেক ক্ষেত্রেই নিজ জেলাতে চাকরি করার সুবাদে এসব কালচারাল অফিসার নিজেদের একটা বলয় সৃষ্টি করে থাকেন। ফলে সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, কবি, সাংস্কৃতিক কর্মী সরকারি কোন অনুষ্ঠানে অংশ গ্রহণ করার সুযোগ না পেয়ে প্রতিভাবানরা ক্ষতিগ্রস্ত হয়। এখানে গুটিকয়েক সংগঠনের অংশ গ্রহণ থাকে জেলা শিল্পকলা একাডেমি’র অনুষ্ঠানে।

এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সহ-সভাপতি মাহবুবুল আলম লিটন, যুগ্ম সম্পাদক সহ. অধ্যাপক আসাদুজ্জামান খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মঙ্গল, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব ভৌমিক, প্রচার সম্পাদক আর কে আকাশ, দপ্তর ও যোগাযোগ সম্পাদক বাসুদেব বিশ্বাসসহ পাবনার বিভিন্ন অঙ্গণের বিপুল সংখ্যক সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা পাবনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের অযৌক্তিক ভাড়া নির্ধারণের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী গ্রহণে একাত্ম প্রকাশ করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *