মুক্তচেতনা ডেস্ক : শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে ৪ শতাধিক কিশোর কিশোরী এবং ২ শ অভিভাবককে নিয়ে ঢাকার মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজে ১৬ দিনব্যাপী সক্রিয়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ ও বাংলাদেশ সরকার পরিচালিত অভিযানের উপলক্ষে রাজধানী মোহাম্মদপুর এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন স্পেশালিষ্ট মনিরা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের রিসোর্স পার্সন নুরুল ইসলাম, ভি.এ.ডবি¬উ.সি. অফিসার আরিফুজ্জামান ও মোহাম্মদপুর শারীরিক শিক্ষা ইনস্টিটিউটের প্রিন্সিপাল পারভীন লায়লা।
আগত কিশোর কিশোরীদেরকে দিয়ে দুপুরের খাবার, টি-শার্ট দিয়ে বরণ করা ও সচেতনতা পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সক্রিয়তা অভিযানে অভিভাবকদের ৯টি কথার বিষয়ে সচেতন করা ও নারী-শিশুদের সহযোগিতায় ১০৯৮ নাম্বারে কল করার উৎসাহিত করা হয়। এছাড়া শিশুদের স্মার্টফোন থেকে দূরে রেখে মাঠে খেলাধুলা করতে উৎসাহিত করেন তারা। অনুষ্ঠানে আগত কিশোর কিশোরীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যাডমিন্টন, ফুটবল ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দও শিশু কিশোরদের সাথে অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জন্য সাক্ষাৎকারের আয়োজন করা হয়।
“নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়” এই শ্লোগানে দেশের ২৫ টি জেলায় তিন ধাপে পালিত এ সক্রিয়তা অভিযান। কর্মসূচিতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে এক্সপ্রেশন লিমিটেড।