শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন-ডেপুটি স্পীকার -

শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন—ডেপুটি স্পীকার

শেয়ার করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু বলেছেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনা অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সম্পর্কে প্রধানমন্ত্রীর সাহসী বক্তৃতা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রশংসনীয় হয়েছে। পাবনার সাঁথিয়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে আফতাবনগর ফুটবল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত রবিবার (১৯ মার্চ-২০২৩ খ্রি.) বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস ময় আরো বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়মী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন সহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, গণ মাধ্যমকর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে এক মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান আগত অতিথিবৃন্দ ও দর্শক স্রোতার হৃদয় মাতান।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *