শেরপুরের নকলায় পরিত্যাক্ত বাড়িতে কঙ্কাল আকৃতির অজ্ঞাত পাগলী উদ্ধার

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : শেরপুর জেলার নকলা উপজেলায় জোড়া ব্রিজের নিকট আল জামিয়াতুল মাদানিয়া কওমি মাদ্রাসার সামনে মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী’র দোতালা ফাঁকা বাসা থেকে অজ্ঞাত এক পাগলীকে জীবিত উদ্ধার করা হয়।

রবিবার (৫ই সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে স্থানীয়রা ঐ ফাঁকা বাড়িতে জীবন্ত কোনকিছুর উপস্থিতি টের পেয়ে নকলা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ আহাম্মদ লালনকে অবহিত করেন। পরে নকলা থানার এস আই বাবু চন্দন পালসহ পুলিশের একটি দল এসে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে কঙ্কাল আকৃতির মানষিক ভারসাম্যহীন পাগলীকে জীবিত উদ্ধার করে নকলা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। বাড়ির সত্ত্বাধিকারী গোলাম রব্বানী’র মৃত্যুর পর থেকে দোতালা বাড়িটি ফাঁকা এবং ভিতর থেকে দরজা বন্ধ অবস্থায় ছিল। তবে কত দিন যাবৎ ঐ ফাঁকা বাড়িতে অজ্ঞাত পাগলি আটকে আছে, সে বিষয়ে কেউ কিছুই জানেন না।

নকলা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স মানবিক নার্স হাসি বেগম ডিউটি শেষ হলেও অজ্ঞাত পাগলীর কথা শুনে ছুটে আসেন হাসপাতালে। দূর্গন্ধে কাছে যাওয়া কঠিন এবং বিবস্ত্র পাগলিকে নার্স হাসি বেগম তার বাসা থেকে কাপড় এনে পড়িয়ে দেন। নিজে খাবার রান্না করে এনে পরম মমতায় পাগলির মুখে তুলে খাইয়ে দেন। তাঁর সেবা যত্নে কঙ্কাল আকৃতির মৃতপ্রায় পাগলির সু্স্থ হয়ে উঠতে শুরু করেছে।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এ বিষয়ে বলেন, মেডিকেল অফিসার ডাঃ এ কে এম নাজমুস সাকিব, নার্স ইনচার্জ হাসি বেগম দীর্ঘদিন বন্ধ ঘরে আটকে পরা বস্ত্রহীন, খাদ্যাভাবে শুকিয়ে কঙ্কাল আকৃতির ভারসাম্যহীন শরীরে পর্যাপ্ত ধূলো বালি ভরা দূর্গন্ধযুক্ত এক অজ্ঞাত নারীকে পরিচর্যা করে সুস্থ করে তুলেছেন।পুষ্টিহীন হলেও সে এখন অনেকটা ভাল আছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *