সংবাদদাতা : জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (পাবনা-৫) সদর আসনের ভোট কেন্দ্র পরিচালনার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
শনিবার ( ১২ এপ্রিল) স্থানীয় আলহাজ্ব আছির উদ্দিন সরদার মিলনায়তনে অনুষ্ঠিত পাবনা সদর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে প্রস্তুতিমূলক সভায় নির্বাচনের আসন পরিচালক মোঃ আব্দুল্লাহ আবু সালেহ মোঃ আব্দুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ৭২ পাবনা -৫ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন।
পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান। এসময় আরও বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম ফয়সাল, পাবনা পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ আব্দুল লতিফ, পাবনা সদর উপজেলার আমীর মাওলানা আব্দুর রব, নায়েবে আমির খন্দকার মাওলানা জাকারিয়া, পাবনা পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, পাবনা পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ একরামুল হক প্রমূখ।
বক্তারা ভোটারদের আকৃষ্ট করার জন্য ব্যক্তি যোগাযোগ, সামাজিক যোগাযোগ, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটের দিন ভোট প্রদানে ভোটারদের সব ধরনের সহযোগিতা প্রদানের প্রয়োজনীয় পরামর্শ দেন।