সরকার জ্ঞানভিত্তিক জাতি গঠনে কাজ করছে —রেজাউল রহিম লাল

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপাপ্ত) ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে এবং একটি সুশিক্ষিত জাতি গঠনে ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যার ও অবকাঠামো উন্নয়ন কাজ করছে। মেডিকেল কলেজ ও বিশ্বাবিদ্যালয় স্থাপন, বেসরকারি স্কুল কলেজ সরকারি করণ, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ ব্যাপক কাজ করছে। সরকার জ্ঞানভিত্তিক জাতি গঠনে কাজ করছে। শনিবার দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে চুতুষ্কণ থেকে মেডিকেল এবং ডেন্টাল কলেঝে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদেও সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য রেজাউল রহিম লাল আরো বলেন, যারা মেডিকেল এবং ডেন্টাল কলেজে চান্স পেয়েছ তারা এখন দেশের তারকা মানুষ। দেশ ও জাতির প্রতি তাদের দায়িত্ব বেড়ে গেছে। দেশের সেবামুলক দায়িত্ব এখন তোমাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সদও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সদও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন এবং চতুষ্কণ কোচিং এর সাথে সংশ্লিষ্ট গণ।

পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মিশোরী মুনমুনসহ ২২ শিক্ষার্থীকে সবংর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়েস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাহাত হোসেন পল্লব, চতুষ্কোনের পরিচালক ও শিক্ষক ডা. এএসএম আলী ইমাম শীতল, ডা. ওয়াকিফ আলম আকাশ, এরশাদুল হক, আশিকুল হাকিম নিবিড় প্রমুখ। দর্শক সারিতে বর্তমানে বিভিন্ন কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *