সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : ২০২২-২৩ অর্থ বছরের উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে পাবনার সাঁথিয়ায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং জোড়গাছা যুব কল্যান সমিতির সহযোগিতায় বুধবার (৪ জানূয়ারি) জোড়গাছা ডিগ্রি কলেজে ৭ দিন ব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাজেদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
আরও বক্তব্য দেন, জোড়গাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কমকর্তা গোলাম সরোয়ার, প্রশিক্ষক বেলায়েত হোসেন ও জোড়গাছা যুব কল্যান সমিতির সভাপতি রাশিদুজ্জামান প্রমুখ ।