সাঁথিয়ায় চাঞ্চল্যকর নিজ বাবাকে হত্যাকারী ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : র‍্যাব পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, পাবনার সাঁথিয়া উপজেলায় চাঞ্চল্যকর নিজ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে পলাতক থাকা ছেলে মো. মানিক (২১)-কে গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

তিনি বলেন ২২ মার্চ ২০২৫ খ্রি. সকাল ৮টায় পাবনার সাঁথিয়া থানার পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে একটি নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে বাবা মালেক শেখ (৫০) ছেলে মানিককে বাঁশ কাটার কাজ করতে বলেন এবং পরবর্তীতে ধানের জমিতে পানি দিতে যেতে বলেন। এ বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ ঘটনায় মানিকের স্ত্রী মোছা. রিক্তা আক্তার সিমা (২০) শ্বশুর মালেক শেখের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে মানিক ক্ষিপ্ত হয়ে বাড়ির উঠানে থাকা কুড়াল দিয়ে বাবার গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মালেক শেখকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. পরি বেগম বাদী হয়ে সাঁথিয়া থানায় ছেলে মানিক এবং পুত্রবধূ রিক্তা আক্তার সিমার বিরুদ্ধে ২২ মার্চ ২০২৫ খ্রি. হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩২)। এই মামলা সুত্রে অভিযানে নামেন র‍্যাব। হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান অভিযুক্ত মানিক পলাতক ছিলো। তথ্য প্রযুক্তির সাহায্যে র‍্যাব পাবনা ক্যাম্প ও গাজীপুর ক্যাম্পের যৌথ অভিযানে মানিককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টায় র‍্যাব পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান পাবনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান আরও জানান, গ্রেফতারকৃত মানিককে পাবনার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *