সাঁথিয়ায় জমি ও গৃহ প্রদান বিষয়ে সংবাদ সম্মেলন

শেয়ার করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্য নিয়ে রবিবার (২৪ এপ্রিল) বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ লিখিত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের একটি মানুষও আশ্রয়হীন গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন পূরণের লক্ষে সারা বাংলাদেশের ন্যয় সাঁথিয়া উপজেলাতে ৩য় পর্যায়ে ১৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। সাঁথিয়া পৌরসভা ১৪টি, ক্ষেতুপাড়া ইউনিয়নে ২০ টি, আর আতাইকুল ৭ টি, ধুলাউড়ি ২৬ টি, করমজা ২১ টি, গৌরীগ্রম ২৯ টি, ভূলবাড়িয়া ৮টি, কাশিনাথপুর ইউনিয়নে ৫টি আশ্রয়ন প্রকল্পের জমি ও গৃহ প্রদান করা হবে।

গৃহহীনরা যেন নতুন করে ঘর পেয়ে ঈদ আনন্দে কাটাতে পারে এটাই প্রধানমন্ত্রীর কামনা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *