সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় এক নারী শিক্ষকের জমি দখল করে বাঁশ কর্তন ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার পৌরসভাধীন গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাঁথিয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও ঐ নারী শিক্ষকের মৌখিক অভিযোগে জানা যায়, গোপীনাথপুর গ্রামের রেজাউল করিম গংরা শনিবার (৬ আগস্ট) ২০২২ খ্রি. প্রতিবেশী হেনা খাতুন নামে এক নারী শিক্ষকের ক্রয় করা ৪ শতাংশ জমি দখল করে সেখানে লাগানো বাঁশ কেটে ফেলে। অসহায় শিক্ষক নিরুপায় হয়ে ৯৯৯ এ কল দেন। ফোন কল পেয়ে সাঁথিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে করিম গংরা পালিয়ে যায়। পুলিশ চলে আসার পর তারা ফিরে এসে পুলিশে খবর দেয়ায় ক্ষিপ্ত হয়ে শিক্ষকের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। নিষেধ করতে গেলে নানা রকম ভয় ভীতি ও উচ্ছেদের হুমকি দেয়।
কান্না জড়িত কন্ঠে নারী শিক্ষক হেনা খাতুন জানান, রেজাউল করিম গংরা তার কলেজ পড়ুয়া ছেলেকে প্রাননাশের হুমকি দিয়েছে। ঘটনার পর থেকে তিনি নিরাপত্তা হীনতায় ভূগছেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ ব্যাপারে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।