সাঁথিয়ায় ভ্রাম্যমান আদালতে ৭০হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যাক্তির ৭০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া সহকারি কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান।

জানা গেছে, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা থেকে রাজাপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে হযরত আলী ও একই গ্রামের মোজাহার মোল্লার ছেলে কামাল নামের দুই ব্যাক্তি অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করে। এমন খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাঁথিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে দুজনকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান জানান, বিনা অনুমতিতে মাটি কাটা ও উত্তোলনকৃত মাটি বিক্রয় করার অপরাধে তাদের এ অর্থদন্ডে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *