সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় শিশু খাদ্য ও বিভিন্ন রকম মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের গুদামঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতির ঘটনা ঘটেছে । এ ঘটনায় প্রতিষ্ঠানের ডিলার শফিকুল ইসলাম আহত হয়ে সাঁথিয়া হাসপাতালে ভর্তি হয়। আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে সাঁথিয়া পৌর এলাকার বোয়াইলমারী গ্রামের সেলিমের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, বোয়াইলমারী গ্রামের কামালের ছেলে শফিকুল একই গ্রামের সেলিমের বাড়িতে একটি ঘর ভাড়া নেয়। সেখানে সে শিশুদের খাদ্য সামগ্রী ও বিভিন্ন কোম্পানির চিপস, জুসসহ বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় মালামাল সরবরাহের জন্য গুদামঘর হিসাবে ভাড়া নেয়।
সকালে ঘরটির মধ্যে একটি বোতলের চাক পুড়িয়ে দেয় শফিকুল নিজেই। দুপুরে হঠাৎ আগুনের সুত্রপাত হলে মূহুর্তের মধ্যে সমস্ত ঘরে তা ছড়িয়ে পড়ে। এ সময় চারিদিক ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আশপাশের লোকজন এসে বালি, পানি দিয়ে আগুন নেভানোর চেস্টা করে। পরে সাঁথিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।