সাঁথিয়ায় সমন্বিত নগর উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা

শেয়ার করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া পৌর সভার উদ্যোগে সমন্বিত নগর উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা সোমবার (১৪’ ফেব্রুয়ারী) জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া পৌর সভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু এর সভাপতিত্বে এবং পৌর সভার কার্যসহকারী আবু ইসা শফিউল আলম বৃটিশ এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমন্বিত নগর উন্নয়ন প্রকল্পের দলনেতা আইইউডিপি, এলজিইডি এর সিনিয়র আর্কিটেকচার হেলাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন আইইউডিপি, এলজিইডি এর কোয়ালিটি সার্ভেয়ার আনিসুর রহমান, প্রকল্পের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, আবুল কাশেম, আফসানা এম কামরুল, এবিএন সালেহ মোহাম্মদ মইন উদ্দিন, তুষার আহম্মেদ, সৈয়দ সাদিকাতুল হাসান, সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা এবং সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাবেক সম্পাদক আবুল কাশেম।

কর্মশালায় সাঁথিয়া পৌর সভার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা এবং নাগরিক সুবিধার বিষয়ে চারটি দলে ভাগ করে দলের পক্ষে বক্তব্য দেন, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাংবাদিক রতন কুমার দাস, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুল হাই, সহ-সভাপতি সিনিয়র প্রভাষক জালাল উদ্দিন প্রমুখ ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *