সাঁথিয়া গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

শেয়ার করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : “স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে” এই প্রতিপাদ্য অন্তরে লালন করে বর্ণাঢ্য আয়োজনে পাবনার সাঁথিয়ায় গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পুর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সাঁথিয়ার আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা, স্মৃতিচারণ, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে।
বুধবার (২ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবা হাসিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবা হাসিন বলেন, এই বিদ্যালয়ে আমি অনেকবার এসেছি। আমার স্মৃতির পাড়ায় জড়িয়ে আছে। বিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে আমি আপনাদের পাশে থাকবো।

গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিয়ত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ কাদের বিশ্বাস। এছাড়াও বক্তব্য দেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম মোজাম্মেল খানের ছেলে রিয়াদ সাদিক খান রাসেল, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আব্দুস সোবহান, জালাল উদ্দিনসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বুলবুল আহম্মেদ।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি শুভেচ্ছা উপহার তুলে দেন। ১৯৯৭ খ্রিষ্টাব্দে গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টির লেখাপড়া অনেক ভালো। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বের হয়ে মানুষের মতো মানুষ হয়ে সমাজ তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা সবার।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *