সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১ ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন রানার সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রতন দাস, সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন, আলী আহসান মনজু, সহ-সভাপতি মনসুর আলম খোকন, জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক সম্পাদক মানিক মিয়া রানা, সহ-সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, কোষাধ্যক্ষ আবু সামা, ক্রীড়া সম্পাদক আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক আবু ইসহাক, নির্বাহী সদস্য মীর নজমুল বারী নাহীদ, অধ্যাপক আব্দুল হাই, আমিনুল ইসলাম জুয়েল, সদস্য আলিউল ইসলাম অলি, আরিফুল ইসলাম, ফারুক হোসেন, তায়জুল ইসলাম, খালেকুজ্জামান পান্নু প্রমুখ।
বক্তাগণ বলেন গণমাধ্যম কর্মিরা তৃণমূল পর্যায়ে সত্য, নিরপেক্ষ ও বস্তনিষ্ঠ তথ্যচিত্র সংগ্রহ করে লেখনীর মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরেন। সাংবাদিকতা একটি মহান পেশা। এজন্যই সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে স্বীকৃত। সাঁথিয়া প্রেস ক্লাবের ৪০তম বর্ষপূর্তিতে আমরা বলতে চাই, আমাদের লেখনীর মাধ্যমে যেন কোন নিরাপরাধ মানুষ প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্থ না হয় এবং দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ সাধিত হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রেখে সংবাদ পরিবেশন করতে হবে।
শেষে উপস্থিত সকলে কেট কেটে একে অপরকে খাওয়ানোর মধ্যে দিয়ে ৪০তম বর্ষপূর্তির আনন্দ উৎসব করা হয়।