সাংবাদিক আব্দুল মজিদ দুদু স্মরণে আলোচনা ও দোয়া

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : প্রেস ক্লাব পাবনা’র উদ্যোগে সাংবাদিক আব্দুল মজিদ দুদু’র রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া করা হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব পাবনার মিলনায়তনে ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জীবনকথা সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, আব্দুল মজিদ দুদু ছিলেন একজন ব্যতিক্রমী সাংবাদিক। তিনি নিউজ এর ভিতর এবং বাহিরের সকল তথ্য উপাত্ত পত্রিকার মাধ্যমে উপস্থাপন করতেন। তিনি ফলোআপ নিউজে অত্যন্ত পারদর্শী ছিলেন। সংবাদ পরিবেশনে দেশপ্রেম ছিল তার কাছে অগ্রাধিকার। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা করতেন।

এছাড়াও বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও পাবনা শাখা ইনচার্জ সাজ্জাদ হোসেন রাজু, ইয়ার কেয়ার এন্ড হেয়ারিং সেন্টার লিমিটেড, ঢাকার চেয়ারম্যান মীর মোশারফ হোসাইন রাজু ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম দুদু’র নিকট আত্মীয় এস এম ফয়সাল, প্রেসক্লাব পাবনার সহ-সভাপতি ও দৈনিক বণিক বার্তার পাবনা জেলা প্রতিনিধি শফিউল আলম দুলাল ও অগ্রযাত্রা টিভির পাবনা প্রতিনিধি সেলিম মাহমুদ।

বক্তাগণ বলেন, জুনিয়রদের হাতে কলমে সংবাদ লেখা শিখাতেন। সমাজসেবায় তার অবদান অপরিসীম। সাংবাদিকতায় আব্দুল মজিদ দুদু ভাই ছিলেন আদর্শ মডেল। আমরা সব সময়ই তাকে অনুসরণ করে চলতাম। দুদু ভাই রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক মাধ্যমে সেবামূলক কাজ করতেন, তিনি শিশু-কিশোরদের সংগঠনের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন। তিনি সব সময় শিশু-কিশোরদের সাথে হাসিমুখে কথা বলতেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতেন।

উল্লেখ্য সাংবাদিক আব্দুল মজিদ দুদু ২০১৫ সালের ৪ এপ্রিল হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এর আগে তিনি পর্যায়ক্রমে দৈনিক সংগ্রাম, দৈনিক নয়া দিগন্ত, বাংলাদেশ টেলিভিশন, দিগন্ত টেলিভিশন ও ইউ এন বি এর পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব পাবনা’র যুগ্ম সাধারণ সম্পাদক হুজ্জাতুল্লাহ হীরা, সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল, দপ্তর সম্পাদক হুমায়ুন রাশেদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুন্নবী, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, ডেইলি পাবনার সাংবাদিক রাশেদ আহম্মেদ, চাকরিজীবি মামুন হোসেনসহ অন্যান্যরা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *