সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : “তর্ক নয় যুক্তিতে মুক্তি লেখনীই শক্তি এই প্রতিপাদ্য নিয়ে সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

রবিবার (১ ডিসম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা ৭টায় এ উপলক্ষে দৈনিক সিনসা কার্যালয়ে এক আলাচনা সভা, কবিতা পাঠ, কেক কাটাসহ নানা আনুষ্ঠানের আয়াজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফসর ডা. ইফতেখার মাহমুদ। তিনি বলেন, সাহিত্য ও বিতর্ক ক্লাব ৭ বছর ধরে নিরলসভাবে পাবনা জেলার স্কুল-কলেজ-মাদরাসায় বিতার্কিক তৈরি, দল গঠন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদর মধ্যে আসল বিতর্ক প্রতিযাগিতার আয়াজন করে আসছে জন্যে আমি আনন্দিত। ‘তথ্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পড়ার অভ্যাস কমিয় দিয়েছে এই শিরনামে বীর মুক্তিযাদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মুক্তমঞ্চ একুশ বইমলায় এক মনাজ্ঞ বিতর্ক উৎসবে অমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক উপভাগ করেছি; যা আমার কাছে প্রেরণার ছিল।

সংগঠনর সভাপতি ড. মনছুর আলম’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম মাহাবুব আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা এ্যাডভোকেট বারের বার বার নির্বাচিত সভাপতি সিনিয়র এ্যাড. মির্জা আজিজুর রহমান, পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, কবি ডা. কোহিনূর বেগম এবং ইছামতি নদী উদ্ধার আন্দেলনের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

শুভেচ্ছা বক্তব্য দেন জেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, পাবনা সরকারি টকনিক্যাল স্কুল এন্ড কলজর বাংলা ইনস্ট্রাকটর আলী আকবর মিয়া রাজু, পাবনা সাংবাদিক ফারামের সভাপতি হাসান আলী, নিরাপদ সড়ক চাই এর সভাপতি গোলাম হাসনাইন কোয়েল, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপার্টার কবি শফিক আল কামাল, উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবীর হৃদয়, দৈনিক খোলা কাগজের পাবনা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, এ্যাড. মীর ফজলুল করিম বাচু, টাইমস অব পাবনার সম্পাদক শিশির ইসলাম, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক কে এম মোখলেছুর রহমান রাসেল, সাংবাদিক হুমায়ুন রাশেদ, আনদ টিভির জলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা প্রমুখ।

কবিতা পাঠ করেন কবি বাচিক শিল্পী মঞ্জুরুল ইসলাম, কবি জিয়া রহমান, কবি কোহিনূর বগম, কবি আজিজা পারভীন, কবি কামরুনাহার, কবি ছড়াকার মহসীন আলী, কবি হাসান আলী, খালেদ আহমেদ, কবি উত্তম কুমার দাস প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল খালেক, মাসুদ হাসান রনি, নাইমুল ইসলাম, মিলন মাহবুব, ইবাদৎ হাসন, আক্তার হাসান, মেহেদী হাসান, নাইম ইসলাম, নিয়ামুল হক, রোহান শেখ, রাব্বি, সুলতান, সিয়াম প্রমুখ। অনষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলোয়াত করেন সিএনএফ টিভি’র চয়ারম্যান খালেদ আহমেদ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *