মুক্ত চেতনা ডেস্ক : সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. রঞ্জু মিয়া(২৫) এর সাথে গত তিন বছর পূর্বে পার্শ্ববর্তী ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রঞ্জু মিয়ার পারিবারিক কারনে দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। তাদের সংসারে কোল জুড়ে গত তিন মাস আগে একটি মেয়ে শিশু জন্ম গ্রহন করে। গত ৩০.০৩.২০২২ ইং তারিখে স্বামী-স্ত্রীর মধ্যে আবারো মনোমালিন্য হলে নেশাগ্রস্থ বাবা নিজের তিন মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে আঁছড়ে ফেলে হত্যা করে এবং পাষন্ড বাবা নিজেকে আতœগোপন করে। ঘটনাটি মূহুর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে র্যাব-১২ বিষয়টি জানতে পারলে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ৩০/০৩/২০২২ ইং তারিখ রাত ১০.২৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার জগজীবনপুর এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাবাকে আটক করে।
পরবর্তীতে নিহত শিশুটির মা বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা (যাহার নং-৩৫, তারিখ- ৩০-০৩-২০২২ ইং, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন। মামলার ভিত্তিতে গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ রঞ্জু মিয়া (২৫), পিতা- আব্দুর রহিম, গ্রাম- চৌবিলা পশ্চিমপাড়া, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ।