পাবনা প্রতিনিধি : সেনাবাহিনীর অভিযানে পাবনার আমিনপুর থেকে একাধিক হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও বিস্ফোরক মামলার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী কবির বাবু ওরফে কাঙাল বাবু (৫২) কে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। সে সাগরকান্দী ইউনিয়নের কেষ্টপুর এলাকার আইজ উদ্দিন মন্ডলের ছেলে।
সোমবার (৬ জানুয়ারি) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর শফিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল পাবনার আমিনপুর থানার সাগরকান্দী ইউনিয়নের কেষ্টপুরে দীর্ঘ ৪ ঘন্টা রুদ্ধতার অভিযান শেষে একনালা বন্দুক সহ কাঙাল বাবুকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সেনাবাহিনীর মেজর শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত বাবু’র বিরুদ্ধে পাবনা সদর ও রাজবাড়ী গোয়ালন্দ থানায় ৩টি হত্যা মামলা, আমিনপুর ও সুজানগর থানায় একাধিক অস্ত্র, ডাকাতি, বিস্ফোরক ও নাশকতা মামলা, বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হামলা, মারধর, মুক্তিপণ আদায় ও দখল বানিজ্যের শতাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনে তাকে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আলমগীর এ বিষয়ে জানান, গ্রেফতারকৃত চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী কবির বাবুর বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়।