সংবাদদাতা : এক হাতে দেওয়া স্কুলের নতুন বই আর এক হাতে দেওয়া পাঠশালার পক্ষ থেকে কোল্ড ক্রিম চকোলেট। পাঠশালা সব সময়ই সমাজের জন্য ভালো কাজ করে থাকেন, সেইলক্ষে প্রতি বছর নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেন। পাবনা সদর উপজেলা আতাইকুলা থানার ৯৪ নং লোহাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক কোমলমতি শিশুদের ত্বক সুরক্ষিত রাখার জন্য কোল্ড ক্রিম বিতরণ করা হয়, সেইসাথে সবার হাতে চকোলেট, বিস্কুট দেওয়া হয়।
পাঠশালার ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খন্দকার বলেন, আমরা লক্ষ করলে দেখতে পাই, শীতে শিক্ষার্থীদের হাত পা ঠোট ফেটে যায় আমরা এমনও দেখেছি, তাদের হাত পা ঠোট ফেটে রক্ত ঝরছে কিন্তু অভিভাবকগন অসচেতন হওয়ার ফলে বাচ্চারা নানা ঝুকিতে থাকেন। আমরা তিন বছর যাবৎ আমরা কোল্ড ক্রিম বিতরণ শুরু করেছি।
স্কুলের সহকারী শিক্ষক হোসনে আরা পারভিন বলেন, পাঠশালা কয়েক বছর যাবৎ আমাদের স্কুলে নানা ধরনের কর্মসূচি করে আসছেন, আমরা তাদের এই ভালো কাজকে ধন্যবাদ জানাই।
অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন, স্কুলের সহকারী শিক্ষক নুরুন্নাহার খাতুন, রওশন আলম, রত্না বেগম ও পাঠশালার সদস্য সাথী ইসলাম, শিহাব আহমেদ এবং শাহীদ হোসেন প্রমুখ।