স্মার্ট বাংলাদেশ গড়তে উৎপাদন মুখী অর্থনীতি দরকার—ডেপুটি স্পিকার

শেয়ার করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষণ ৪১সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে উৎপাদনমুখী অর্থনৈতিক কার্যক্রমকে এগিয়ে নেয়ার বিকল্প নেই। বর্তমান সরকার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদের উপর অধিক গুরুত্ব দিয়েছেন। এই সকল কার্যক্রমে উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনীয় ভর্তুকি ও প্রনোদনা দিয়ে আসছেন। স্বাধীনতা উত্তোরকালে এই এলাকার কৃষক ও খামারীদের অর্থনৈতিক স্বচ্ছলতা ও দেশের দুধের চাহিদা মেটানোর লক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দুগ্ধ কারখানা মিল্কভিটা স্থাপন করেছিলেন। আজকের প্রাণি সম্পদ প্রদর্শনীতে উন্নতমানের পশু-পাখীর উপস্থিতি তাঁরই চিন্তার ফসল। প্রাণি সম্পদ পালনের মাধ্যমে তিনি যুব সমাজকে উদ্যোক্তা হয়ে আর্থিক স্বাবলম্বি হবার পরমর্শ দেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য তিনি জনগনকে আওয়ামীলীগের পতাকা তলে সামিল হবার আহবান জানান।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে পাবনার সাঁথিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আ’লীগ সভাপতি হাসান আলী খান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার ফারুক মিয়া প্রমুখ। শেষে শ্রেষ্ঠ খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *