নিজস্ব প্রতিনিধি : মহামান্য হাইকোর্টের নিদের্শ অনুযায়ী ইছামতি নদী পুনুরুজ্জীবিত করণের দাবীতে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে রবিবার সকাল ১১ টায় পাবনা ডিসি সড়কের আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখার সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যান্য নদ-নদীর মত পাবনার ইছামতি নদীর দু‘পাড়ে সিএস ম্যাপ অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী খনন করার জোড়ারো দাবি জানান। যতদিন সিএস ম্যাপ অনুযায়ী কাজ সম্পন্ন না হবে ততদিন আন্দোলন চলবে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন মাহাতাব বিশ^াস সাইন্স এন্ড টেকনোলজি বিশ^বিদ্যালয়ের (প্রস্তাবিত) চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ^াস। বাপা পাবনা জেলা শাখার সভাপতি অ্যাড. তসলিম হাসান সুমনের সভাপতিত্বে এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলমের সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা।
এ সময় আরও বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, বাংলাদেশ নদী বাচাও আন্দোলনের সহ-সভাপতি হাসান আলী, আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখার চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, বঙ্গবন্ধু পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি পাবনা মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম আবুল কালাম আজাদ, শহীদ সাধন সঙ্গীত কলেজের অধ্যক্ষ মনিরা পারভিন, ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলাতানা, স্বাধীনতা শিক্ষক পরিষদের পাবনা সদর উপজেলা কমিটির সভাপতি সামছুল হুদা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, খোলা কাগজের জেলা প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা আবদুল জব্বার, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সহ-সভাপতি অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, সাংগঠনিক সম্পাদক ড. মনছুর আলম, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সর্ব সদস্য , প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, বঙ্গবন্ধু পরিষদ পাবনা সদর উপজেলার সভাপতি প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, জিসি আই‘র সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, কৃষিবিদ জাফর সাদেক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শফিউদ্দিন, ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে অংশ নেন অগ্রণী ব্যাংক লি.’র সাবেক ডিজিএম নাসির উদ্দিন, সিটি কলেজ পাবনার শিক্ষকমন্ডলীর মধ্যে মজিবর রহমান, শরীফ শহিদুল হক, ড.কৃষিবিদ খতিব মাহবুবুর রহমান, মঞ্জুরুল হক, রেজাউল করিম, মোখতার হোসেন, নাজমুল করিম, মনোরমা রানী কুন্ডু, রাজিয়া সুলতানা, ইমরুল হোসেন, আনোয়ার হোসেন, রেজাউল করিম, তোফাজ্জল হোসেন, আব্দুল হালিম, নাজিমউদ্দিন, মোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, রফি আহমেদ, কামাল হাসেন প্রমুখ, সামছুল হুদা ডিগ্রী কলেজের শিক্ষকমন্ডলীর মধ্যে সুলতানা গুলে জান্নাত, আব্দুস সালাম, আক্তার জাহান, সুনীতি সুলতানা, সাবিনা খানম, লিমন আমির, পাবিপাবির সমাজ ও সংস্কৃতিক গভেষণা পরিষদের সভাপতি জহুরুল ইসলাম প্রিন্স, আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখার সেক্রেটারী আলহাজ¦ আনোয়ারুল ইসলাম, পাবনা মেন্ট্রাল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শরীফ, বাংলাদেশ কবিতা সংসদ পাবনার সভাপতি কবি মানিক মজুমদার, কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছিমা খন্দকার, কবি বেগম ফিরোজা খান রিটায়ার্ড, জীবন বীমা কর্পোরেশনের ডিও কবি আজিজা পারভীন, এনজিও কর্মী মনোয়ারা পারভীন, এনজিও কর্মী আলেয়া ইয়াসমিন, দৈনিক সিনসা প্রধান প্রতিবেদক আব্দুল কাদের মাস্টার, বিশেষ প্রতিনিধি শিউলী খাতুন, খালেদ আহমেদ, দৈনিক এ যুগের দীপ প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, জিসিআই‘র পক্ষে কাওসার হাসান, মো. আলফাজ, মো. ইয়াছিন, মো. রনি বিশ^াস, মো. আজিমুল, কাজল ব্রাদার্স লি. এর বিপ্লব দাস, দৈনিক শেয়ার বীজ জেলা প্রতিনিধি তানভীর ইসলাম অয়ন প্রমুখ।