মুক্ত চেতনা ডেস্ক : ২৪ ঘণ্টার ব্যবধানে বাগেরহাটের মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় শনিবার (৯’অক্টোবর) ভোরে পাথর বোঝাই এমভি বিউটি অব লোহাগড়া-২ নামে আর একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোস্টগার্ড জাহাজের ১০ নাবিককে অক্ষত উদ্ধার করেছেন। গতকাল শুক্রবার এমভি দেশ বন্ধু নামের সার বোঝাই আরও একটি লাইটার ডুবে গিয়েছিল।
কোস্টগার্ড পশ্চিমজোন সুত্রে জানা যায়, বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থানরত একটি বিদেশী জাহাজ থেকে পাথর বোঝাই করে ছেড়ে আসার সময় স্রোতের কবলে পড়ে ও ডুবোচরে ধাক্কা লেগে ফেয়ারওয়ে নিকট দুবলার চর এলাকায় ডুবে যায় বিউটি অব লোহাগড়া নামক লাইটার জাহাজটি। ঐ এলাকার পাশে বঙ্গোপসাগর সংলগ্ন কোস্টগার্ড দুবলা স্টেশনের দায়িত্বে নিয়োজিত টহলদল দ্রæত ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া লাইটার জাহাজের ১০ নাবিককে উদ্ধার করে।
মাংলা বন্দর কর্তপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন জানান, যেহেতু পাথর বোঝাই লাইটারটি বন্দরের বর্তমান চ্যানেলের বাহিরে ডুবেছে কাজেই মংলা বন্দরে বানিজ্যিক জাহাজ আগমন বা নির্গমনে কোন সমস্যা হবে না।
গতকাল ডুবে যাওয়া লাইটার এমভি দেশ বন্ধুর সত্ত্বাধিকারীকে আগামী ১৫ দিনের মধ্য লাইটার টি বন্দর চ্যানেল থেকে অপসারণের জন্য বন্দর কতৃপক্ষের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। তবে সার অপসারণ অথবা লাইটার উত্তোলনের কোন কার্যক্রম এখনও শুরু হয়নি বলেও জানান বন্দরের হারবার মাস্টার।