শহর প্রতিনিধি : ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে পাবনা একুশে বই মেলায় বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা সোমবার (০৭’মার্চ) রফিকুল ইসলাম স্বাধীনতা চত্ত্বরে (সাবেক টাউন হল মুক্তমঞ্চ) অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ ব্যুরো’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা মেজবাহুর রহমান রোজ এবং পাবনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তৌফিক ইমাম খান।
বক্তাগণ বলেন, ১৯৭১ খ্রি. ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বক্তব্যে ঘোষণা দিয়েছিলেন “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” তিনি আহ্বান জানালেন, “প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।” মুলত বঙ্গবন্ধুর এই ভাষণের মধ্যেই স্বাধীনতার ঘোষণা বিদ্যমান ছিল।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলী জব্বার, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সাচ্চু, পাবনা আলো পত্রিকার সহ-সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, কবি গল্পকার ফিরোজা খান রিটায়ার্ড, সাহিত্য ও বিতর্ক ক্লাবের সভাপতি ড. মনছুর আলম, এপেক্স ক্লাব অব পাবনার প্রেডিডেন্ট এপে. তাহমিনা খান, উত্তরণ পাবনার সভাপতি কবি আলমগীর কবির হৃদয়, আবৃত্তিকার আসাদ বাবু, কবি গল্পকার আজিজা পারভীন, জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি মামুন হোসেন প্রমুখ।