পাবনা প্রতিনিধি : পাবনা’য় বানিজ্য মন্ত্রণালয়ের তত্বাবধায়নে এবং জেলা প্রশাসন পাবনার সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম এর নেতৃত্বে লবণের আয়োডিন ও ফিলিং স্টেশনের জ্বালানীর পরিমাপ পরীক্ষা এবং বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২২’ সেপ্টেম্বর) পাবনা শহরের বড় বাজার নারিকেল বাগান সড়কের মের্সাস মুকুল ষ্টোরের লবণ পরীক্ষা করে আয়োডিনের মাত্রা কম থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমান আরোপ ও আদায়সহ আয়োডিন বিহীন লবণ জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিক এর উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, দক্ষতা উন্নয়ন কেন্দ্রের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল লতিফ, সিভিল সার্জন কার্যালয়ের সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মাহমুদ আলম প্রমুখ।
এরপর শহরের অনন্ত বাজার সংলগ্ন মের্সাস হাইওয়ে পেট্রোল সার্ভিস এবং বাইপাস বাসটার্মিনাল এর ফারুক ফিলিং স্টেশনের ডিজেল পেট্রোল পরিমাপ পরীক্ষা করা হয়।
এছাড়াও একই দিনে সদরের গাছপাড়ায় এন কে ইন্টারন্যাশনাল নামের মশার কয়েল তৈরির কোম্পানীতে অভিযান করে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং নোংরা পরিবেশে পণ্য উৎপাদন সংরক্ষণ করার অপরাধে ৩৭/৪৩ ধারায় ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ অভিযানে পাবনা পুলিশ লাইন্স এর এএসআই সেলিম রেজাসহ একটি দল সার্বিক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম আরও জানান, জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।