পাবনা প্রতিনিধি : পাবনা-সুজানগর সড়কের সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া সড়কের পাশে ঝুপড়ি ঘরে মানসিক প্রতিবন্ধী মন্টু নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করেন। খোলা আকাশের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয় পরিবারটির সদস্যরাও। খেয়ে না খেয়ে এক প্রকার অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। পরিবারের ৫ সদস্য নিয়ে অভাব অনটনের সংসারে করোনা মহামারীতেও পায়নি কোনো সরকারি সহযোগীতা।
অসহায় এই পরিবারের করুণ চিত্র নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমীন জলি’র। রবিবার (০৩’ অক্টোবর) দুপুরে তিনি অসহায় এই পরিবারের বসতঘরের জন্য ঢেউটিনসহ, চাউলের বস্তা, পরিধানের কাপড়, তেল, আটা এবং নগদ অর্থ নিয়ে সেখানে সরেজমিনে পরিদর্শন করে পরিবারটির হাতে তুলে দেন। এ সময় এমপি জলি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানবতার জননী। এ সোনার বাংলায় একটি মানুষও না খেয়ে থাকবে না সে লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমপি নাদিরা ইয়াসমীন জলি স্থানীয় আওয়মীগের নেতৃবৃন্দেকে বলেন, একটি সরকারি খাস জায়গা দেখতে। সেখানে সরকারি নিয়ম-নীতি অনুসরণ করে অসহায় পরিবারটির জন্য স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে। এ বিষয়ে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলেও উপস্থিত গণমাধ্যম কর্মি ও স্থানীয় নেতৃবৃন্দের জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নীহার আফরোজ জলি, এমপি একান্ত বিশেষ সহকারী জাহিদুল ইসলাম রাজু, সদর উপজেলা আ.লীগের সদস্য সিদ্দিক খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।