পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শেখ রাসেল’র জন্মদিন পালন

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র শুভ জন্মদিন পালন করা হয়।

এ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্যে দিয়ে শেখ রাসেলকে স্মরণ করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর্জা আজাদ, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, লতিফ গ্রæপের জেনারেল ম্যানেজার অচিন্ত ঘোষ, একুশে টিভির জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, এশিয়ান টিভি ও বাংলাদেশ নিউজের জেলা প্রতিনিধি শফিক আল কামাল, এটিএন নিউজ ও দেশ রুপান্তর জেলা প্রতিনিধি রিজভি জয় ও শিক্ষার্থী মেরাজুল ইসলামসহ অনেকে।

শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *