পাবনা প্রতিনিধি : পাবনায় নারী ও শিশু নির্যাতন মামলায় সাজেদুল ইসলাম নামের এনসিসি ব্যাংক কর্মকর্তা গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০টার পাবনা শহরের বানী বিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে আতাইকুল থানা পুলিশ।
অভিযোগ সুত্রে জানা যায়, ২০১৭ সালে ৫ লক্ষ টাকা দেনমোহরে পাবনা জেলার সাথিঁয়া থানার কাশিনাথপুর গ্রামের মো. আমিনুল ইসলাম এর মেয়ে আফসানা বিয়াদি’র সাথে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের রওশন আলীর ছেলে মো. সাজেদুল ইসলামের বিয়ে হয়। সাজেদুল ইসলাম এনসিসি ব্যাংক পাবনা শাখায় জুনিয়র অফিসার পদে কর্মরত আছে। বর্তমানে রিয়াদি প্রায় ২বৎসরের পুত্র সন্তানের জননী। সাজেদুল যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে স্ত্র¿ীকে নির্যাতন করে আসছে। সাজেদুলের মারপিটে আহত হয়ে বিয়াদি শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। সাজেদুলের নির্যাতনের প্রেক্ষিতে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবোনালে মামলা করেন রিয়াদি। মামলা নম্বর (নারী ও শিশু) ২৫৬/২০২১। মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
আতাইকুলা থানার ভারপাপ্ত কর্মকর্তা জানান, বুধবার সকাল ১০ দিকে সাজেদুল কে গ্রেফতার করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।