সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনা সুজানগর উপজেলায় রানীনগর ভাটিকয়া বাজারে শুক্রবার (২৯’অক্টোবর) সন্ধ্যায় একটি মাইক্রোবাস থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আমিনপুর থানা পুলিশ। এর মধ্যে রয়েছে একজন মুক্তিযোদ্ধার নামে লাইসেন্স করা একটি শটগান এবং একটি অবৈধ ওয়ান শুটারগান।
এ সময় মাইক্রোবাসের চালক মো. হাবিবুল্লাহকে (৪০) আটক করে। হাবিবুল্লাহ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম শেখের ছেলে।
পুলিশ জানান, সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা চলছিল। সুজানগর পৌর সদর থেকে বেশ কয়েকটি গাড়ি নিয়ে নেতাকর্মীরা ঐ বর্ধিত সভায় অংশ নেয়।
গোপন সূত্রে আমিনপুর থানা পুলিশের কাছে খবর আসে যে, জনি নামের একজনের তত্ত্বাবধানে একটি মাইক্রোবাসে অস্ত্র রাখা হয়েছে। খবরের ভিত্তিতে পুলিশ ভাটিকয়া বাজারে সন্ধ্যায় মাইক্রোবাসে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করে। কিন্তু জনিকে পুলিশ ধরতে পারেনি। এ সময় মাইক্রোবাসের চালক হাবিবুল্লাহকে আটক ও মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ।
আমিনপুর থানার ওসি মো. রওশন আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার করা একটি শটগান লাইসেন্স করা এবং সেটির মালিক জনির পিতা মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা। অন্যটি ওয়ান শুটারগান এবং সেটি অবৈধ। মালিক ছাড়া অন্য কেউ তার লাইসেন্স করা অস্ত্র এভাবে নিয়ে যেতে পারে না।
তিনি আরও বলেন ঐ গাড়িতে আরও কে কে ছিল তা তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।