প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যু

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫নভেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী শহরে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

হাসান আজিজুল হক ১৯৩৯ খ্রি. ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে এক সম্ভ্রান্ত একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি বাংলাদেশের রাজশাহীতে কাটিয়েছেন। ১৯৭৩ খ্রি. তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ খ্রি. পর্যন্ত একনাগাড়ে ৩১ বছর অধ্যাপনা করেন।

সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭০ খ্রি. বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৯৯ খ্রি. বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। সার্বজৈবনিক সাহিত্য চর্চার স্বীকৃতি স্বরূপ ২০১৮ খ্রি. সেপ্টেম্বর তিনি সাহিত্যরত্ন উপাধি লাভ করেন। ২০১৯ খ্রি. তাঁকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *