পাবনা সাথিঁয়ায় বীর মুক্তিযোদ্ধাগণ শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : নতুন প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের লক্ষ্যে পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮’ নভেম্বর) সকালে সিনিয়র তথ্য অফিসার মো. সামিউল আলম এর সভাপতিত্বে সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া ডিগ্রী কলেজ অধ্যক্ষ জনাব মো. আ. মালেক। আলোচক হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এবং সদস্য মুক্তিযোদ্ধা সদস্য বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন।

আলোচকগণ বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, মুক্তিযোদ্ধাগণ আমাদের অহংকার। জাতির শ্রেষ্ঠ এই সন্তানদের আতœত্যাগের ফলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাঁদের এই আতœত্যাগ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে কাজ করতে হবে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আতœত্যাগ, মানবিকতা, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শী ভাবনা, ক্যারিজম্যাটিক নেতৃত্বের কথা উল্লেখ করে তাঁর আদর্শকে ধারণ এবং লালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ ও কুইজ প্রতিযোগিতার ও পুরস্কার বিতরন করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *