শহর প্রতিনিধি : পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন ২০০৯ অবহিতকরণ ও সচেতনতা বিষয়ক সেমিনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৩০’ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান।
সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ সম্পর্কে প্রেজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র উপস্থাপন এবং সঞ্চালনা করেন অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম। এ সময় আলোচনায় অংশগ্রহন করেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন হোসেন মন্ডল, ঔষধ প্রশাসন অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সুকর্ণ আহমেদ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) পাবনা জেলা শাখার নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ এ কে মির্জা শহিদুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, বিটিভি জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাধঁন, হোটেল এন্ড রেস্তরো মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রামানিক বাচ্চু, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু প্রমুখ।
সেমিনারে নিজ পরিবার থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ সম্পকে সচেতনা শুরু করার ব্যপারে আলোচনা হয়। সেই সাথে পর্যায়ক্রমে স্কুল কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেকে সচেতনতার জন্য আন্তরিকতার মাধ্যমে কাজ করতে হবে। ভোক্তার অধিকার রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকেও সকল প্রকার সহযোগিতার কথা বলা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম, সিনিয়র মার্কেটিং অফিসার রবিউল হাসান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মাহমুদুল আলম, ক্যাব‘র দপ্তর সম্পাদক মনোয়ারা পারভীন, অর্থ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ মিয়া রানা, নির্বাহী সদস্য ওয়াই ডাবিøউ সি এ সেক্রেটারী হেনা গোস্বামী প্রমুখ।