পাবনা প্রতিনিধি \ বর্ণাঢ্য আয়োজনে পাবনায় রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠী ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
শুক্রবার (০৩ ডিসেম্বর) এ উপলক্ষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আলোচনা সভায় অংশগ্রহন করেন।
রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দেওয়ান মাযহার মুন্নু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।
রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ফরিদুল ইসলাম খোকন, কৃষকলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক তৌফিকুল আলাম তৌফিক, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আবুল কাশেম, রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুল ইসলাম তোতা, সামছুলহুদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি এনামুল হক টগর, সাহিত্য ও বিতর্ক ক্লাবের সভাপতি ড. মনছুর আলম।
এ সময় আরও বক্তব্য দেন এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার ও মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি শফিক আল কামাল, উত্তরণ সাহিত্য আসরের সভাপতি কবি আলমগীর কবির হৃদয়, পাবনা মিডিয়া এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মীর ফজুলল করিম বাচ্চু, বিশিষ্ট নাট্যজন ফিরোজ খন্দকার, পথ সাহিত্য সংগঠনের সভাপতি আর কে আকাশ, গণ শিল্পী সংস্থার বিপ্লব ভৌমিক, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সীমান্ত, পাঠশালা সেক্রেটারী শিশির ইসলাম।
বক্তাগণ বলেন রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠী পাবনায় রুচিশীল ও মানসম্মত সাংস্কৃতি চর্চাসহ গুণী শিল্পী ও সাংস্কৃতিক কলাকুশলী তৈরি করবে। জাতীয় আন্তজাতিক পর্যায়ে সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত আতিথিবৃন্দ। এ সময় রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর নেতৃবৃন্দসহ পাবনার বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কর্মি উপস্থিত ছিলেন।