পাবনায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে হুইল চেয়ার প্রদান

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে চলাচলে অক্ষম এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।

শনিবার (৪’ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় রানা শপিং কমপ্লেক্স ৩য় তলায় সংস্থার নিজস্ব কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকনসহ আগত অতিথিবৃন্দ আব্দুল লতিফের হাতে হুইল চেয়ার তুলে দেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে প্রতিবন্ধীদের কল্যাণেও বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন। প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পাশে থেকে তিনি প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করতে আশাবাদ প্রকাশ করেন।

সংস্থার সাধারণ সম্পাদক রমজান আলীর সভাপতিত্বে এবং দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ব্যাংকের সাবেক ডিজিএম নাছির উদ্দিন।

এ সময় আরও বক্তব্য দেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল মুক্তচেতনা সম্পাদক ও প্রকাশক শফিক আল কামাল, দৈনিক সিনসা প্রধান প্রতিবেদক আব্দুল কাদের মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, সদস্য আমিরুল ইসলাম, ফজলুল হক, আসিফ আব্দুল্লাহ, রাফি হোসেন, তাহসিন প্রমুখ।

সংস্থাটি ২০১৯ খ্রি. পাবনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়। বর্তমানে তাদের সদস্য সংখ্যা ৫০ জনের উপরে। লেখাপড়ার পাশাপাশি অপরকে সহযোগিতার লক্ষে সংস্থাটি গঠন করা হয়। ইতিমধ্যে সংস্থার পক্ষ থেকে ৪টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

আলোচনা সভায় সর্বসম্মোতিক্রমে বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং এস এম মাহবুব আলম কে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা হিসেবে অর্ন্তভূক্ত করা হয়। এছাড়া সংস্থাটির পূর্বের নাম ‘ পাবনা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন এর পরিবর্তে পাবনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামকরণ করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *