পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজা’র গাছ ও দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেফতার

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিশাল আকৃতির গাঁজা’র গাছ ও দেশীয় অস্থসহ ২ জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পাবনা সদর থানার বাহিরচর এলাকার মৃত সন্তোষ সরদারের ছেলে মো. সোহরাব সরদার (৫২) এবং একই এলাকার মো. সোহরাব সরদারের ছেলে মো. আলহাজ সরদার (২০)।

পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি আব্দুল হান্নানের নেতৃত্বে একটি চৌকস দল বৃহস্পাতি (১৩ ডিসেম্বর) গভীর রাত দেরটার দিকে পাবনার সদর থানার বাহিরচর এলাকার সোহরাব সরদারের বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১৫ ফুট লম্বা ২০ কেজি ওজনের গাঁজা’র গাছ ও দেশীয় তৈরি ৪টি লোহার চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা’র গাছ চাষাবাদ এবং ক্রয়-বিক্রয়সহ দেশীয় অস্ত্র দিয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক ও অস্ত্র আইনে ২টি পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *