নিজস্ব প্রতিনিধি : ভারতের জনসাধারণ ও সরকারের পক্ষ থেকে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারি হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি পাবনা পৌরসভাকে জীবন রক্ষাকারী (লাইফ সাপোর্ট) একটি আধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিলেন।
বৃহস্পতিবার (১৩’ জানুয়ারী) দুপুরে পৌরসভা চত্বরে পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধানের নিকট আনুষ্ঠানিক ভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়। পৌর বাসির স্বাস্থ্য সেবায় এই লাইফ সাপর্ট অ্যাম্বুলেন্স খবুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পৌরসভা কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারি হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটী বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক দীর্ঘ দিনের। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের আন্তরিক সম্পর্ক অটুট রয়েছে। ভারত সরকার সব সময় বাংলাদেশের পাশে আছে থাকবে। এই করোনাকালীন সময়ে আমরা দুই দেশ এক সাথে কাজ করছি। ভারত সরকার এই দেশের স্বাস্থ্য সেবায় তার সামর্থ অনুসারে সহযোগিতা করছে। আশা করছি আমাদের সম্পর্ক কোন রাজনৈতিক কারণে নষ্ট হবে না।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, একুশে পদক প্রাপ্ত প্রবীন সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, প্রেসক্লাব ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, পাবনা বনিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বিশ^াস, প্রবীণ রাজনীতিবিদ সুলতান আহম্মেদ ব্যুরো, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামসুর নাহার রেখা, সাংস্কৃতিক সংগঠক রেজাউল করিম মনি, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. তোসলিম হাসান সুমন, পাবনা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলাসহ অনেকে। এ সময় উপস্থিত নেতৃবন্দ পৌরসভার সকল কাউন্সিলর, প্রশাসনিক কর্মকর্তাগণ সঞ্জিব কুমার ভাটি ফুলের শুভেচ্ছা জানান।
গেল বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেবার ঘোষণা দিয়েছিলেন। তারই অংশ হিসেবে বাংলাদেশে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহ করেছে ভারত সরকার। আধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি সম্বলিত নতুন এই অ্যাম্বুলেন্সটি পাবনা পৌর বাসির জরুরি চিকিৎসা সেবায় গুরুত্ব বহন করবে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগী হাসপাতালে যাওয়ার পথে মান সম্মত সেবা ও ট্রমা লাইফ সাপোর্ট সুবিধা পাবেন।
পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স উপহার পেয়ে ভারত সরকারসহ রাজশাহীতে নিযুক্ত সহকারি হাই কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।