পাবনায় বর্ণাঢ্য আয়োজনে এসএসসি’৮৩ পাবনার ফ্যামিলি গেটটুগোদার অনুষ্ঠিত -

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে এসএসসি’৮৩ পাবনার ফ্যামিলি গেটটুগোদার অনুষ্ঠিত

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনায় বর্ণাঢ্য আয়োজনে এসএসসি’৮৩ পাবনার ফ্যামিলি গেটটুগোদার অনুষ্ঠিত হয় হয়।

শুক্রবার (১১’মার্চ) দিনব্যাপী তিরাশিয়ান পাবনা ফ্যামিলিসহ অটুট থাকুক বন্ধুত্বের বন্ধন, জয় হোক বন্ধুত্বের প্রতিপাদ্য নিয়ে রানা ইকো পাক জুড়ে মিলনমেলা ও আনন্দ উৎসবে পরিনত হয়।

বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পাবনা-সিরাজগঞ্জ নারী আসনের সংসদ সদস্য ও তিরাশিয়ান পাবনা’র সদস্য নাদিরা ইয়াসমিন জলি। দুরদুরান্ত থেকে সবাই ছুটে এসেছে হৃদয়ের টানে। দীর্ঘদিন পর প্রাণের বন্ধুকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে।

এ উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা সভা, বইয়ের মোড়ক উম্মোচন, সঙ্গীত, নৃত্যানুষ্ঠান, খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং ভোজনের আয়োজন করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *