দৈনিক সিনসা প্রতিনিধিদের মতবিনিময় সভা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : দৈনিক সিনসা প্রতিনিধিদের এক মতবিনিময় সভা গতকাল (১৯ মার্চ) বেলা ১২ টায় সিনসা কার্যালয়ে সিনসা সম্পাদক এস এম মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান। তিনি বলেন, পাবনায় অনেক গুলো দৈনিক পত্রিকার। এর মধ্যে ১৭ বছরের মধ্যে সিনসা শীর্ষে অবস্থান করছে। সর্বাধিক প্রচারিত এবং জনপ্রিয় পত্রিকাটি সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে। দেশের উন্নয়নমূলক কর্মকান্ডের সংবাদ প্রচারিত হওয়ায় সংবাদপত্রটি দিন দিন পাঠক প্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

দৈনিক সিনসার অগ্রযাত্রায় সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সিনসা নির্বাহী সম্পাদক কবি আলহাজ¦ আমিনুর রহমান খান, বার্তা সম্পাদক সৈয়দ ছাইফুল ইসলাম, সাহিত্য সম্পাদক ড. মনছুর আলম, প্রধান প্রতিবেদক আব্দুল কাদের মাস্টার, বাসস জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, মুক্তচেতনার সম্পাদক শফিক আল কামাল, অনাবিল‘র প্রাক্তন সম্পাদক সহকারী অধ্যাপক ইকবাল কবীর, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান, সুজানগর প্রতিনিধি এম এ আলিম রিপন, কামিনাথপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাক মিঞা, আতাইকুলা প্রতিনিধি আব্দুল মজিদ মোল্লা, চাটমোহর প্রতিনিধি রেকাত আলী সুমন, ঈশ^রদী প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, উল্লাপাড়া প্রতিনিধি আল মাহমুদ, নাটোর জেলা প্রতিনিধি পিকে এম আব্দুল বারি, স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি, স্টাফ রিপোর্টার সাঈদ উল ইসলাম, স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম , বিশেষ প্রতিনিধি শিউলী আক্তার, বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ, সার্কুলেশন ম্যানেজার হুমায়ন রাশেদ, প্রেসম্যান শহিদুল ইসলাম, স্টাফ রহিমা খাতুন আয়েশা, রোশনী প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কম্পিউটার অপারেটর মাওঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সিনসায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সিনসায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে সম্পাদক বলেন, সত্য ও ন্যায়ের সাথে সিনসা ছিলো, আছে এবং ভবিৎষতেও থাকবে। কারও ভয়ে মাথা নত নয় মাথা উচু করে সবাইকে কাজ করার পরার্মশ দেন তিনি।
মতবিনিময় সভায় আগামী ৭ জুলাই সিনসার ১৭ তম বর্ষ পদার্পণে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *