পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে চোর চক্রের দুই সদস্যসহ ৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে চোর চক্রের দুই সক্রিয় সদস্যসহ ৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯’ জুন) দুুপুরে এক সাংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান, গত ১৮ জুন বেড়াতে এক ব্যাক্তির মোটর সাইকেল চুরি হলে তিনি বেড়া মডেল থানায় গত ২৬ জুন মামলা (নম্বর- ১৬) দায়ের করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিক্তিেিত জেলার সুজানগর থানার বনকোলা দাসপাড়া এলাকা থেকে মো. মোয়াজ্জিনের ছেলে চোর চক্রের সদস্য মনিরুল ইসলাম (২৫) কে গ্রেফতার করে। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় বেড়া থেকে চুরি হওয়া আরটিআর ১৫০সিসি এ্যাপাচি মোটর সাইকেল। তারই স্বীকারোক্তি মোতাবেক সদর থানার বলরামপুর মধ্যপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে চোর চক্রের অপর সদস্য সাদ্দাম হোসেন রুবেল (৩০) কে গ্রেফতার করে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৫ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। পুলিশ সুপার জানান, মোটর সাইকেল চোর চক্রের সদস্যদেরকে গ্রেফতারে এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গ্রেফতার হওয়া মোটর সাইকেল চোর সাদ্দামের বিরুদ্ধে পাবন সদর থানায় তিনটি মামলা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, গোয়েন্দা বিভাগের ওসি আব্দুল হান্নান ও ডিআইও ওয়ান আশরাফুজ্জামানসহ পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *