বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছেন- মাহবুব উল আলম হানিফ -

বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছেন— মাহবুব উল আলম হানিফ

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছেন। সকল ধর্ম-বর্ণের মানুষ নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেছিলেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। রবিবার (২০ মার্চ) খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আ.লীগ খাগড়াছড়ি জেলার সভাপতি বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত তৃণমুল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।

এমপি হানিফ আরও বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে স্বাধীনতার চেতানার উপর আঘাত করেছেন। মানুষের মাঝে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিলেন।” সবাই ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকতে হবে, যাতে তাদের দোসররা পুনরায় বাংলার মাটিতে সংঘাত সৃষ্টি করতে না পারে।

প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদ হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *