পাবনায় শেষ হলো মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : পাবনায় শেষ হলো ৫ দিন ব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। তিনি বলেন বঙ্গবন্ধু জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। আমরা এই জায়গা দাড়িয়ে কথা বলতে পারতাম না। তার কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। ষড়যন্ত্রকারীরা যাতে দেশের উন্নয়ন কার্যক্রমে বাধাগ্রস্থ করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জোড়বাংলা সম্পাদক আব্দুল মতীন খান, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী, কৃষিবিদ মিজানুর রহমান ও জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন।

মেলায় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার রেখা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আরও অনেকে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *