বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনা বেড়া উপজেলায় পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি চাইনিজ রেস্টুরেন্টে সহ ১২টি দোকান পুড়ে ছাই।
মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের ২ টি কাশিনাথপুর, বাঘাবাড়ী ও সাঁথিয়ার ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকার উপরে হয়েছে বলে ধারনা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নৈশ প্রহরী সোলাইমান হোসেন জানান, রাত পৌনে ১টার দিকে সানোয়ার কসমেটিকস এর দোকান ও নিঝুম স্টোরের দক্ষিন পার্শের পেছন সাইড অজ্ঞাত উৎস দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে মধ্যে আগুন ব্যাপক বিস্তার লাভ করে। এ সময় সেখানে অবস্থিত গোধূলী চাইনিজ রেস্টুরেন্টে এন্ড সুইট মিট, সানোয়ার কসমেটিকস, উজ্জ্বল স্টুডিও, নিঝুম স্টোর, আব্দুল্লাহ গার্মেন্টস,রাফি বস্ত্রলায়, রেজাউল কসমেটিক, সেভেন স্টার গার্মেন্টস, ইসলাম ট্রেডাস,মানিক হোন্ডা সার্ভিস, মোতালেব টেডার্স,শান্তা টেডার্স সহ অন্যান্য দোকানে আগুন বিস্তার লাভ করে।
বেড়া ফায়ার স্টেশন অফিসার নাজমুল হক বলেন, রাত ১টা ২০ মিনিটে তার স্টেশনে খবর আসে, রাত ১টা ২৮ মিনিটে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে তাদের সাথে অন্য তিনটি ইউনিটের উদ্ধার কর্মীরা যোগ দিয়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। প্রাথমিকভাবে আগুন লাগার উৎসের সন্ধান করতে পারেনি। তবে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী জানান, সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এবং সাহায্য সহযোগিতার জন্য একটি লিখিত আবেদন করতে বলেছি। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সহযোগিতার জন্য চেষ্টা করবো।